ইরানে ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলদেশ দল।
তবে আজ (৭ মার্চ) সেমিফাইনালে ইরানের কাছে ৪১-১৮ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তাই ফাইনালে যাওয়া সম্ভব হয়নি তাদের ।
ফাইনালে যেতে না পারলেও দীর্ঘ দুই দশক পর এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৪২-২৭ পয়েন্টে জিতে এ পদকের জন্য মনোনীত হয় শ্রাবনী-বৃষ্টিরা।
বাংলাদেশ নারী দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘এটা বাংলাদেশ কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।’
প্রথম ম্যাচে ভারতের কাছে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মালয়শিয়াকে বিশাল ব্যবধানে ( ৫২-১২ পয়েন্টে ) হারিয়ে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখে বাংলাদেশ নারী কাবাডি দল। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ইরানের সামনে দাঁড়াতেই পারেননি তারা।
এদিকে দিনের আরেক সেমিফাইনালে নেপালকে রীতিমতো ৫৬-১৮ পয়েন্টে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চারবারের চ্যাম্পিয়ন ভারত। আগামীকাল ফাইনালে সোনার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হয়ে খেলবে ইরান।