লিবিয়ার এক তরুণের দৃঢ় বিশ্বাস ও আল্লাহর ঘরে পৌঁছানোর অদম্য আকাঙ্ক্ষা ছুঁয়ে গেছে লক্ষ হৃদয়।
হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করা আমের মাহদি মনসুরের সৌদি আরব যাওয়ার স্বপ্ন প্রথমে ভেঙে গেলেও, শেষ পর্যন্ত বিস্ময়করভাবে সেই স্বপ্ন পূরণ হয়েছে-যা অনেকের চোখে পরিণত হয়েছে ঈমানদীপ্ত এক অলৌকিক ঘটনার উদাহরণে।
চলতি বছর হজ পালনের জন্য নিবন্ধন করেন লিবিয়ার যুবক আমের। যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে তার মিশর হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে তাকে বিমানে উঠতে না দিয়ে আটকে দেন নিরাপত্তা কর্মকর্তারা।
বিমানে ওঠার অনুমতি না পেলেও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে আমের জানিয়ে দেন, তিনি হজের নিয়ত করেছেন—অবশ্যই কাবাঘরের তাওয়াফ করবেন।
এরপরই ঘটে অবিশ্বাস্য ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি টেকঅফের কিছুক্ষণ পরই আবার ফিরে আসে। ত্রুটি সারিয়ে পুনরায় যাত্রার প্রস্তুতি নেয় বিমানটি, কিন্তু আমেরকে তখনও অনুমতি দেয়া হয়নি। এবারও ফের যান্ত্রিক সমস্যায় পড়ে বিমানটি দ্বিতীয়বারের মতো ফিরে আসে।
বারবার সমস্যায় পড়া বিমানের ক্রুরা এবং যাত্রীরা তখন বিষয়টিকে ব্যতিক্রমী হিসেবে দেখেন। এক পর্যায়ে বিমানের পাইলট নিজেই ঘোষণা দেন—“আমের মাহদি মনসুরকে ছাড়া আমরা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করব না।” এরপর আমেরকে বিমানে তুলে নেয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি সৌদি আরব পৌঁছান।
সৌদিতে পবিত্র হজ পালন শেষে এক ভিডিও বার্তায় আমের বলেন,“আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। আমি শুধু হজের নিয়ত করেছিলাম, বাকিটা আল্লাহ নিজেই সহজ করে দিয়েছেন।”