দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
এর আগে টেস্ট সিরিজে ড্র, ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। অবশেষে স্বস্তি আসল।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি জেতার পর, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
বাংলাদেশ এই ম্যাচে শুরুতে ব্যাটে নেমে ১২৯ রান তুলে নেয়। যা টি-টোয়েন্টিতে মাঝারি সংগ্রহ। তবে বোলারদের দারুণ পারফরম্যান্সে ১০২ রানে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেয় বাংলাদেশ।
তাসকিন নেয় সর্বোচ্চ ৩ উইকেট, তানজিম সাকিব, রিশাদ, মাহেদি হাসান নেন ২টি করে উইকেট আর হাসান মাহমুদ নেন একটি উইকেট।
ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১০২ রানেই সব উইকেট হারায় তারা। ফলে ২৭ রানে জয়ী হয় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।