বছরের শেষ মুহূর্তে এসে মন খারাপের সংবাদ শোনালেন বিখ্যাত সঙ্গীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা করেছেন তিনি ও তাঁর স্ত্রী সায়রা বানু।
সায়রার আইনজীবী বন্দনা শাহ ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, সম্পর্কের দীর্ঘ সময়ে মানসিক চাপ এবং দূরত্বের কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এ আর রহমান ও সায়রা বানু। তাঁদের মধ্যে গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, একে অপরের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে তাঁরা আর আগ্রহী নন বলে বিবৃতিতে জানিয়েছেন।
সায়রা বানু বলেন, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না এবং এটি অনেক কষ্টের মধ্য দিয়ে এসেছে। তিনি সকলের কাছে এই সময় তাঁদের গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন।
১৯৯৫ সালে এ আর রহমান ও সায়রা বানু বিয়ে করেছিলেন। তাঁদের ঘরে খাতিজা, রাহিমা, এবং আমিন নামে তিন সন্তান রয়েছে।