দিনাজপুরে যাত্রীবাহী স্লিপার কোচ ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২০ জন।
শুক্রবার সকাল সাড়ে ৮টা দিকে জেলার বীরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যদুর মোড় এলাকার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচের সাথে ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটেছে। স্লিপার কোচটি ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখে যাচ্ছিলো।
এ ঘটনায় উভয় পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দু্র্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে।
আহত ব্যক্তিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।