পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় মারা গেছে ৩ জন। আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার ভোরের দিকে সাঁথিয়া উপজেলার রাঙামাটি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সকলেই কৃষি শ্রমিক। তারা সকলেই উপজেলার রাঙামাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর উদ্দেশ্যে কর্মক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সাঁথিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থনেই তিনজন মারা যান।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।