ভারতের কারাগারে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নাবিক চট্টগ্রামের পতেঙ্গা বন্দরে এসে পৌঁছেছেন। এদের মধ্যে ৭৮ জন জেলে ও নাবিক ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হয়।
মঙ্গলবার সকাল ৯টায় তারা কর্ণফুলি চ্যানেলে পৌঁছান। তাদের সঙ্গে ফিরে এসেছে দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’।
এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশি জলসীমা থেকে মাছ ধরার সময় ফভি লায়লা-২ এবং এফভি মেঘনা-৫ নামের ট্রলার দুটি আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এই দুটি ট্রলারে ছিলেন ৭৮ জন বাংলাদেশি জেলে ও নাবিক।
গত ৫ জানুয়ারি পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ৯০ জন বাংলাদেশি ও ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। এর মাধ্যমেই এসব জেলে এবং নাবিকরা দেশে ফিরে আসেন।
এছাড়া, ১২ সেপ্টেম্বর ‘এফভি কৌশিক’ নামে একটি বাংলাদেশি মাছ ধরার নৌকা প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায় এবং তার জেলেদেরও আটক করে ভারতীয় কোস্ট গার্ড। পরে তাদের ভারতীয় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।