দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী সিউলের তার ব্যক্তিগত বাসভবন থেকে ভোর বেলা তাকে আটক করা হয়।
ইউনের গ্রেপ্তারের সময় তার নিরাপত্তা বাহিনী প্রথমে তদন্তকারীদের বাধা দেয়। পরে তাকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয় তদন্তকারীরা।
এর আগেও জানুয়ারির শুরুর দিকে তাকে আটকে অভিযান চালানো হয়েছিলো। কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বাধার কারণে সেটি ব্যর্থ হয়।
ইউন সুক-ইওল গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন। তবে ব্যাপক প্রতিবাদের পর মাত্র ছয় ঘণ্টার মধ্যেই তাকে তা প্রত্যাহার করতে হয়। পরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয় এবং প্রেসিডেন্ট হিসেবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এরপর রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়। দক্ষিণ কোরিয়ার আদালত গত ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।