থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকায় তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের রেগুলার ডিপ্লোয়মেন্ট এর বাইরে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতের বেলা কমপক্ষে দুটি পেট্রোল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লোয়মেন্ট।
তিনি আরও বলেন, আজকে শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, তিনশো ফিট, উত্তরা দিয়াবাড়ী এলাকাকে গুরুত্ব দিয়ে সেখানে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
থার্টি ফার্স্ট নাইটের সুরক্ষা নিশ্চিতে গত এক সপ্তাহ যাবত রাজধানীতে অভিযান পরিচালনা করেছে ডিএমপি। এতে ১২৭ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করা হয়েছে।