নাটোরে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনের সময় পাশের বাসার ছাদে যাওয়ার জন্য লাফ দিতে গেলে পা পিছলে পড়ে ইসতিয়াক হোসেন নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নাটোরের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য বন্ধু অনির বাড়িতে যায় ইসতিয়াক। অনির দাদার বাড়ির ৩ তলায় গান-বাজনা ও খাবারের আয়োজন ছিলো। সেখান থেকে পাশের বাসার ছাদে লাফ দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায় ইসতিয়াক। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।