থানার সামনে গিয়ে শরীরে আগুন দিয়েছে এক মাছ ব্যবসায়ী। সুশান্ত দত্ত নামের ঐ ব্যবসায়ী ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।
তিনি জমি সংক্রান্ত বিবাদের জেরে বিক্ষুব্ধ হয়ে স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) বিকেলে পূর্ব বর্ধমানের ভাতার থানার সমানে নিজের শরীরে আগুন দেন।
পরে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বাজারে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে থানার সামনে গিয়ে শরীরে আগুন দেয় সুশান্ত। অগ্নিদগ্ধ অবস্থায় তিনি থানায় ঢুকে পড়েন।
সুশান্তের পরিবার জানিয়েছে, বেশ কিছুদিন ধরে সুশান্ত জমি সংক্রান্ত বিবাদ নিয়ে মানসিক চাপে ছিলেন।
এ ঘটনায় একটি আত্মহত্যার চেষ্টা মামলা করেছে পুলিশ৷