সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সোমবার বেলা ১১টার পর ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর ব্যানারে তারা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা এই অধ্যাদেশ চাকরিজীবীদের জন্য “নিবর্তনমূলক ও কালাকানুন” বলে উল্লেখ করেন। তাদের দাবি, আজকের মধ্যেই অধ্যাদেশটি প্রত্যাহার করতে হবে। তা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন এবং সচিবালয় কার্যত অচল করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন।
একইসাথে আন্দোলনকারীরা চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের চুক্তি বাতিলের দাবিও তুলেছেন।
উল্লেখ্য, গতকাল আন্দোলনের মধ্যেই অন্তর্বর্তী সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। অধ্যাদেশে চারটি অপরাধের জন্য সরাসরি চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।