তুষার ঝড়ের কারণে কাজাখস্তানের আকমোলা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০টি গাড়ি একেবারে দুমড়েমুচড়ে গেছে।
স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আস্তানা-শুচিনস্ক হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম কাজইনফর্ম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, তুষার ঝড়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। জরুরী উদ্ধার কাজে ২২টি উদ্ধারকারী যান এবং দুটি ট্রাক্টর ঘটনাস্থলে ব্যবহার করা হচ্ছে।
কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পার কাজআভতোজল জানিয়েছে, বর্তমানে ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর উদ্ধার কাজ চলছে। ঐ সড়কে সকল ধরণের যান চলাচলও সীমিত রাখা হয়েছে।
গতি সীমা ঠিক না রাখা এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখায় দুর্ঘটনাটির আকার বড় হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, কাজাখস্তানে গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭২ আরোহীর মধ্যে ৪০ জনের মৃত্যু হয়।