দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে নাকাল রাজধানীবাসীর স্বস্তির ভরসা হলো ডাবের পানি। কিন্তু তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দামও।
ডাবের বাজারে রীতিমতো আগুন লেগেছে। বড় আকারের ডাবের দাম আজ ১৮০–২০০ টাকা পর্যন্ত উঠেছে। অন্যদিকে মাঝারি ডাব বিক্রি হচ্ছে ১২০–১৫০ টাকায়।
পাইকারি পর্যায়ের বাজারেও অস্বস্তি। প্রতি ১০০টি ডাবের দাম আগের তুলনায় ২–৪ হাজার টাকা বেড়েছে।
ক্রেতারা অভিযোগ করছেন, গরমের সুযোগ নিয়ে দোকানিরা বাড়তি দাম নিচ্ছেন। যদিও বিক্রেতাদের দাবি, বাড়তি পরিবহন খরচ ও পাইকারি দাম বৃদ্ধির ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।