চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নেপালের পার্শ্ববর্তী চীনের পশ্চিমাঞ্চলে ১২ বারের মতো আফটার শক হয়েছে।
এখনো ধব্বংসস্তূপের নিচে অনেকে আটকা রয়েছে। চীনের জিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৬২ জন আহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে।
চীনের জরুরী ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে ১৫০০ জন উদ্ধারকারী নিয়োগ করা হয়েছে।
চীনের আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থলের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৭ দশমিক ১।