তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে তারা অবস্থান করছেন এবং কলেজের বাইরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মহাখালীর আমতলীতে অবস্থিত এই কলেজে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।
গতকাল সোমবারও একই দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এসময় সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন তারা। গতকাল রাতের দিকে অবরোধ কর্মসূচি শেষ করেন তারা। আজকে আলোচনায় বসার কথা রয়েছে তাদের। দাবি মেনে না নাওয়া পর্যন্ত ‘ক্যাম্পাস শাটডাউন’ কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছিলো তারা । তারই অংশ হিসেবে শিক্ষার্থীরা আজকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।
অবরোধ কর্মসূচীর কারণে গতকাল সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। একই সাথে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়।
গতকাল রেল অবরোধের সময় কমলাপুরগামী একটি ট্রেন দ্রুতগতিতে মহাখালী রেলক্রসিং অতিক্রমকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রেনে পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয় এবং ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে যায়। এই ঘটনায় সোস্যাল মিডিয়ায় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।