সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তামিম ইকবাল। আজ সকালে তিনি গতকালের চেয়ে ভালো অনুভব করছেন বলে জানিয়েছে চিকিৎসকরা।
তামিমকে নিয়ে যে শঙ্কা ছিল তা ধীরে ধীরে কমছে। তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে কিছুটা হাটার চেষ্টাও করেছেন।
পরিবারের সঙ্গে দেখা করানোর জন্য তাকে কেবিনেও নিয়ে যাওয়া হয়েছিলো। সেখান থেকে আবার নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে।
গতকল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলতে এসে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে নিকটস্থ কেপিজে হাসপাতালে নেয়া হয়। এসময় তাকে ঢাকায় আনার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়। কিন্তু কেপিজে হাসপাতাল থেকে আনার পর এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার আগেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।
পরে তাকে আবার দ্রুত চিকিৎসার জন্য কেপিজে হাসপাতালে নেয়া। সেখানে নেয়ার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। হার্টি রিং পড়ানোর পর তার জ্ঞান ফেরে৷