ঋতুতে বড় ধরণের পরিবর্তন আসছে। শীত যখন শুরু হওয়ার কথা তখন শুরু হচ্ছেনা। শুরু হচ্ছে দেড়িতে। শীত নামলেও আগের মতো অতটা তীব্র নয়।
এ বছর তেমন একটা শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। যদিও মাঝারি মানের একটা শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায় হয়েছে।
সাধারণত শহরগুলোতে শীত নামে দেড়িতে। উত্তর অঞ্চলেই আগে থেকে শীতের প্রকোপ শুরু হয়। শেষও হয় দেড়িতে।
অবশ্য কয়েকদিন আবহাওয়া বেশ শীতল থাকলেও আবার শীত কমেছে। রোববার থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সূর্যের দেখা পাওয়া যাচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, আগামীকাল মঙ্গলবারও উত্তরের কিছু এলাকা বাদ দিয়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিছু স্থানে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
তবে তীব্র শৈত্যপ্রবাহেরসম্ভাবনা না থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছিল কুড়িগ্রামের রাজারহাটে। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।