ক্যাম্পাসে শব্দদূষণ এবং টিএসসিতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ডবক্স এনে গান বাজিয়েছেন রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উচ্চ শব্দে গান বাজানো বন্ধে তাগিদ দিয়ে আসছিলো শিক্ষার্থীরা। কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় তারা এবার এই অভিনব প্রতিবাদ জানালো।
শনিবার রাত ৯টা থেকে তারা গান বাজাতে শুরু করে। এসময় আশাপাশের ছেলেদের হলগুলো থেকেও শিক্ষার্থীরা যোগ দেয়।
ঘটনার সময় ভিসির বাসভবনের সামনে সাউন্ডবক্সে ভারতীয় বাংলা এবং হিন্দি গান উচ্চ শব্দে বাজানো হয়। কিছু নারী শিক্ষার্থীকে থালা-বাসন বাজাতেও দেখা গেছে। কেউ কেউ গানের তালে নেচেছেনও।
শিক্ষার্থীদের এই অভিনব প্রতিবাদের পর রাত ১১টার দিকে ঢাবি প্রক্টর শব্দদূষণ নিয়ন্ত্রণ করার ব্যাপারে আশ্বস্ত করেন। প্রক্টর অফিস থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে সন্ধ্যা ৬টার পর স্পীকার এবং মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬.০০ ঘটিকার পর টি.এস.সি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পীকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।