ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কয়েক দিন ধরে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য ছিলেন। ২০০৯ সালের ১৫ জানুয়ারি তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পান। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি উপাচার্য ছিলেন।