ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মুক্তির দাবিতে শাহবাগ থানায় একদল তৌহিদি জনতা ভিড় করেছেন।
গতকাল রাতে তারা শাহবাগ থানায় অবস্থান নেন। এতে থানায় হট্টগোল তৈরি হয়।
অভিযুক্ত ব্যক্তি হলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে (অর্ণব)। গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নেয়া হয়।
পরে অভিযুক্ত ব্যক্তির মুক্তির দাবিতে গতকাল মাঝরাতের পর শাহবাগ থানায় অবস্থান নেন একদল তৌহিদি জনতা।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেছেন, অভিযুক্ত মোস্তফা আসিফকে গ্রেপ্তারের পর একদল ব্যক্তি থানায় ভিড় করেছেন। তবে গ্রেপ্তার হওয়া আসিফকে আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে কাজ চলছে।