ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাম্য নিহত হন। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশ এখনও তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
জানা গেছে, খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্য সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাস্তায় থাকা অপর একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থী এবং নিহতের সহপাঠীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
অন্যদিকে, রাত আড়াইটার দিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।