সবক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যবাদের প্রতিবাদে এবং সব সেক্টরে নিয়োগে সমতাসহ বিভিন্ন দাবিতে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এতে সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানিয়েছে, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শুরু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পর্যন্ত উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় আধিপত্য বিস্তার করছে। এ বৈষম্য আমরা মানিনা। আমরা সুযোগের সমতা চাই।
শিক্ষার্থীদের এ আন্দোলন নিয়ে নেটিজেনদের ক্ষোভ ঝাড়তে দেখা যায়। তারা বলছে , রেল অবরোধ করে সাধারণের মানুষকে কষ্ট দেয়া কোনোভাবেই কাম্য নয়। কেউ কেউ ব্যঙ্গ করে লিখছেন, ঢাবির পদত্যাগ চাই।
শিক্ষার্থীদের এসকল দাবিকে কেউ কেউ অনর্থক এবং হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন।