ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।
বুধবার সকালে গাছে লাশ ঝুলতে দেখে শিক্ষার্থীরা প্রক্টরকে জানান। পরো ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যান।
এই ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীরা শঙ্কিত। তারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।
ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ জানিয়েছেন, খবর পেলে আমরা বিষয়টি পুলিশকে অবগত করি। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ নামিয়ে ঢাকা মেডিকেলের মর্গে নিয়ে যান।
এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়েও চলছে আলোচনা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।