ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ। দালাল চক্রের বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান শুরু হয়।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা অনেক সময় দালালের খপ্পরে পড়েন। রোগীদেরকে তারা বিভিন্নভাবে প্রতারিত করেন। এসব দালালদের নির্মূল করতেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ ।
এ প্রসঙ্গে ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানিয়েছেন, কয়েকজন দালালকে শনাক্ত করে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।