২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর সাত কলেজের ভর্তি পরীক্ষা হচ্ছেনা। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের অধিভুক্তির ইতি ঘটতে যাচ্ছে।
সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাত কলেজের অধ্যক্ষদের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এর আগে গতকাল রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এই পরিস্থিতিতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো।