ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের বাস ভাঙচুরের পর থেকে শুরু হওয়া এই উত্তেজনা দ্রুত সহিংসতায় রূপ নেয়।
ঘটনার পরপরই সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎপর রয়েছে।
সংঘর্ষের কারণ নিয়ে পুলিশ তদন্ত করছে। তবে উভয় কলেজের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।