উদ্বোধন হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাণিজ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।
পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। প্রথমবারের মতো মেলায় ই-টিকেটিং চালু হচ্ছে। সেই সঙ্গে থাকছে বিশেষ বাস সুবিধা। উবারে যাতে কম মূল্যে মেলা প্রাঙ্গণে আসা যায় সেজন্য থাকবে বিশেষ ছাড় ও অফার।
একইসাথে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মেলায় থাকছে ‘জুলাই চত্বর’ ও ‘ছত্রিশ চত্বর’। তরুণদের বাণিজ্যের প্রতি আকৃষ্ট করতে থাকছে ইয়ুথ প্যাভিলিয়ন।
মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে শতভাগ স্বচ্ছতায় বরাদ্দ প্রদান করা হয়েছে।