ঢাকার বায়ু নিয়ে কোন সুসংবাদ পাওয়াই যায়না। আজ অস্বাস্থ্যকর তো কাল দুর্যোগপূর্ণ। এভাবেই চলছে পর্যায়ক্রমে। অবস্থার উন্নতি নেই।
আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসেও ঢাকার বায়ু স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ। সারা বিশ্বের ১২৪ টি দূষিত বায়ুর শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়।
সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এই অবস্থান ছিলো। গতকাল এ সময়ে ঢাকা ছিল একদম শীর্ষে।
আজ সকালে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২১৮। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এর আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও ঢাকার বায়ুমান ছিলো মারাত্মক অস্বাস্থ্যকর। বায়ুর অবস্থাও ছিলো দুর্যোগপূর্ণ। দূষণে ঢাকার অবস্থান প্রথম ছিলো।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন দেশের বায়ুমান নিয়ে নিয়মিত লাইভ আপডেট দিয়ে থাকে। এসময় তারা বায়ুর মান বিবেচনায় সতর্কবার্তাও দেয়।
ঢাকা নিয়ে প্রতিষ্ঠানটি সতর্কবার্তায় বলেছে, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।