রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে অংশ নিচ্ছেন ৪০ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী ও উদ্যোক্তা।
সোমবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্লেনারি সেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়।
বিনিয়োগ পরিবেশ, অবকাঠামো ও সুরক্ষা আইন নিয়ে প্লেনারি সেশনে আলোচনা হয়।
স্টার্টআপ, নেটওয়ার্কিং, ম্যাচমেকিং এবং ইনভেস্টমেন্ট সামিট নিয়ে প্রতিদিন রয়েছে আলাদা আয়োজন।
সম্মেলনে উপস্থিত আছেন যুক্তরাজ্যের ব্যারোনেস রোজি উইন্টারটন, স্যামসাং-এর সাং-জু লি ও জিওর্ডানো ইন্টারন্যাশনালের সিইও কলিন কারি।
এছাড়া এক্সিলারেট এনার্জি ও দাউদ গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
এই আয়োজন দেশের বিনিয়োগ সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত করবে বলে সরকারের প্রত্যাশা।