বাংলাদেশ ফুটবলে নতুন সূর্যের নাম হামজা দেওয়ান চৌধুরী। প্রিমিয়ার লিগ খেলে নজর কেড়ে এবার অবদান রাখলেন দেশের হয়েও।
এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভুটানের বিপক্ষে ঢাকায় অভিষেকেই দুর্দান্ত পারফর্ম দেখিয়ে জয় এনে দিয়েছে বাংলাদেশকে।
বুধবার কানায় কানায় পূর্ণ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে ভুটানকে।
ম্যাচের শুরুতেই ঝলক দেখান হামজা। ৬ মিনিটেই জামাল ভূঁইয়ার কর্নার থেকে নিখুঁত হেডে গোল করেন হামজা। গ্যালারিতে থাকা দর্শকরা হামজার গোলকে উদযাপন করেন জোড়েসোড়েই।
ম্যাচজুড়েই বল দখল, পাস ও ট্যাকল—সবকিছুতেই প্রভাব বিস্তার করেন হামজা। যখন তিনি মাঠে নামলেন সঙ্গেই গ্যালারিতে শুরু হয় ‘হামজা, হামজা’ স্লোগান৷
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় সোহেল রানা। তার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক।
অন্যদিকে অভিষেক ম্যাচেই নজর কাড়েন তরুণ লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম। কিছু ভালো পাস ও বল রিকভারির মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন। যদিও মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে তাকে।