দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। কুয়াশা পড়তে শুরু করেছে নদী অববাহিকার উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় অঞ্চলে। আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাড়বে কুয়াশা।
শনিবার আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়ার এ পূর্বাভাস জানানো হয়।
আবহাওয়াবিদরা জানিয়োছেন, ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে।
ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।