ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা সোস্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয়। তার মোটিভেশনাল বক্তব্য এবং সৎ মানুষ গঠনে নৈতিক গুণাবলী অর্জনের নানা নির্দেশনা সম্বলিত বক্তব্যগুলো দর্শকরা দারুণ পছন্দ করছেন। বিশেষ করে তিনি জীবনমুখী যে উক্তিগুলো প্রতিদিন তার পেইজে পোস্ট করেন তা দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে। তার উক্তিগুলো থেকে বাছাইকৃত ২০টি উক্তি পাঠকের জন্য নিচে তুলে ধরা হলোঃ
১। অযোগ্য ব্যক্তিরা যখন আপনার যোগ্যতার মূল্যায়ন করে তখন তা অস্বাভাবিক মনে হওয়াই স্বাভাবিক।
২।যে সম্পত্তি, সম্মান ও সাফল্যের জন্য অন্যকে আঘাত করতে হয় তা জীবনে না থাকাই ভালো।
৩। আপনার কাছে আপনার প্রিয়জন যদি সব খুলে বলতে না পারে আর বলার পরও যদি আপনি বিষয়টি গুরুত্ব না দেন তবে সম্পর্ক কখনও গভীর হবে না।
৪। পূর্বের বিয়ে ছিল দুটো জীবনের মিলন আর বর্তমানের অধিকাংশ বিয়ে হলো দুটো আবেগের মিলন।
৫। নিজে সুখী হতে চাইলে অন্যের সুখে হানা দিবেন না।
৬। সেই নারী সবচেয়ে সুন্দর যে একপুরুষে আসক্ত আর সেই পুরুষ সবচেয়ে সুন্দর যে এক নারীতে আসক্ত।
৭।পৃথিবীতে যদি রেখাপাত করে যেতে চান তবে ভীড় থেকে আলাদা হয়ে, নিজেকে স্বাধীনভাবে তুলে ধরুন। কেবল তাদের পদাঙ্ক অনুসরণ করুন যারা পৃথিবীকে নতুন কিছু দিয়েছে, শুধু নেয়নি।
৮। পরিশ্রমীদের সফলতা স্বপ্নের চেয়েও বড় হয়।
৯। যারা আপনাকে বুঝতে পারে না, আপনার কথা বুঝতে পারে না তাদের সাথে সময় নষ্ট করবেন না।
১০। যে স্বপ্ন দেখায় কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে ভূমিকা রাখে না সে আপনার শুভাকাঙ্ক্ষী নয়।
১১। কারও দুঃখের কারণ হয় এমন সুখ উপভোগ না করাই উত্তম।
১২। সবচেয়ে ভয়ংকর মানুষ হলো তারা যারা আপনাকে পছন্দ করে না কিন্তু পছন্দ করার ভান করে।
১৩। যারা বেশি কথা বলে, তারা অধিকাংশ ক্ষেত্রেই বেশি কাজ করতে পারে না। কারণ বলেই সে তার অধিক শক্তি ব্যায় করে।
১৪। শিক্ষকদের আহামরি কোন প্রত্যাশা নেই, তারা কেবল সম্মানটুকু চায়। তাঁদের কাজও একটাই শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।
১৫। আর্থিক দারিদ্র্যতার চেয়েও অনেক বড় দারিদ্র্যতা হলো সামর্থ্যবান ব্যক্তির সামর্থ্যের দাম না দেয়া।
১৬। সাময়িক আনন্দ, লাভ ও স্বার্থ হাসিলের জন্য চালাকির আশ্রয় নিলে ভবিষ্যতে তা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
১৭। সব সম্পর্ককে আকড়ে ধরতে হবে এমন নয়, যে সম্পর্কে প্রাণ থাকে না তা মিথ্যে সম্পর্ক। এমন সম্পর্কে থাকা অনুচিত
১৮। পিতামাতার কাছ থেকে সন্তানের সবচেয়ে মূল্যবান উপহার হলো সুশিক্ষা ও সময় যা তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান অলংকৃত করতে সহায়তা করে।
১৯। একজন মানুষ শিষ্টাচারসম্পন্ন কিনা, তার আসল রূপ প্রকাশ পায় নিজ পরিবারে। কিন্তু যারা ঘরে শিষ্টাচারের অনুশীলন না করে বাইরে নিজেকে মহৎ প্রমাণের জন্য শিষ্টাচার দেখায় তারা সমাজের জন্য হুমকিস্বরূপ।
২০। সারা পৃথিবী বিরুদ্ধে চলে গেলেও সঠিক সিদ্ধান্তে অটল থাকা মানুষই পৃথিবীর বুকে নিজের স্থান করে নেয়।