বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি লিখেছেন সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।
রোববার (৮ জুন) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ড. ইউনূস লন্ডন সফরে যাচ্ছেন এবং এ সময় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরের সময় টিউলিপ সিদ্দিক আলোচনার জন্য সাক্ষাতের সুযোগ চান।
চিঠিতে টিউলিপ উল্লেখ করেন, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগ ও সংশ্লিষ্ট ভুল-বোঝাবুঝি নিরসনের লক্ষ্যে তিনি বৈঠক চান।
নিজেকে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আবেগগত সম্পর্ক থাকলেও তার কোনো ব্যবসায়িক স্বার্থ নেই।
চিঠিতে তিনি আরও জানান, তার আইনজীবীরা দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। গত জানুয়ারিতে ব্রিটিশ উপদেষ্টা লরি ম্যাগনেস তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে তাকে সম্পূর্ণ অব্যাহতি দেন। তবে তিনি নিজ থেকেই পদত্যাগ করেন।