সাভারের আশুলিয়ায় মাথা বীভৎসভাবে কাটা এবং হাতবিহীন অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দত্তপাড়া এলাকা থেকে সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাভার থানা সূত্রে জানা যায়, মাথা বীভৎসভাবে কাটা এবং হাতবিহীন অবস্থায় লাশটি উদ্ধারের পর অনুসন্ধান চালালে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত মাথা ও হাত পাওয়া যায়।
লাশটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর কিনা তা নিয়ে সোস্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করে স্ট্যাটাস দেন অনেকেই। পরে পুলিশ নিশ্চিত করে লাশটি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যে নারীর মরদেহ পাওয়া গেছে তার নাম সান্ত্বনা। সাভারের ধামরাইয়ে তিনি তার স্বামীসহ বাস করতেন। তার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি।
কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান। তদন্ত কার্যক্রম শেষ হলে হত্যারহস্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।