‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রভাষক তাহমিনা রহমানকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সৈয়দ মিজানুর রহমান রাজু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তাহমিনাকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং নিয়ম অনুসারে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে পোস্ট দেন তাহমিনা। তিনি গাজার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন।