সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশ জুড়ে গত ২৪ ঘন্টায় আরও এক হাজার ১৯৪ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন। এই নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মারা গেল ৩৬০ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বরিশাল বিভাগে ২ জন করে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন বাসিন্দা মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ২৭৯ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ১৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগ থেকে ২৬০ জন, চট্টগ্রাম থেকে ১৪৫ জন, বরিশাল থেকে ৯০ জন, খুলনা থেকে ১৪০ জন, ময়মনসিংহ থেকে ৪৫ জন, রাজশাহী থেকে ৬৮ জন, রংপুর থেকে ১৬ জন এবং সিলেট বিভাগ থেকে ৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ডেঙ্গু রোগের প্রকোপ সাধারণত বর্ষাকালে বৃদ্ধি পায়। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমিত হলে এই রোগ ছড়ায়।