আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরেই দেয়ার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার।সেভাবেই কর্মসূচি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
কোনো কারণে যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয় তাহলে বড়জোর এক মাস পেছাতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র বলছে, সরকারের চিন্তা ডিসেম্বরেই নির্বাচন দিয়ে দেয়া। তঁবে কোনো পরিস্থিতিগত কারণে ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারির মধ্যে ভোট হবে বলে মনে করছেন সরকার-সংশ্লিষ্ট অনেকেই। কারণ আগামী বছরে ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।
রমজান ও পবিত্র ঈদুল ফিতর মিলিয়ে দেড়-দুই মাস সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। এরপর কালবৈশাখী ও বর্ষা মৌসুম শুরু হবে। সাধারণত বর্ষায় জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না।