রাজধানীর শাহবাগ মোড়ে ডিগ্রির সমমান দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্স সম্পন্ন করার পরও তারা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা দাবি করেন, দেশে স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও চাকরির ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
এর আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখানে তারা সরকারের প্রতি আলটিমেটাম দেন। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে শাহবাগে নামেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে শাহবাগ মোড় অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষেরা।