বাড়িতে ডাকাতির পর অপহরণ করা হয়েছিল এক শিশুকে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অভিযানে অবশেষে উদ্ধার হয়েছে অপহৃত শিশুটি।
রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় গতকাল এই ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটে।
শনিবার সকালে শিশুটি উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করার বিষয়টি গণমাধ্যমকে জানায় র্যাব।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারে ফারজানা নামের এক নারীর বাসায় অপর এক নারী সাবলেট হিসেবে উঠেন। পরদিন সকালে ঐ নারীর বাসায় বেশ কয়েকজন ব্যক্তি আসেন। সে ব্যক্তিরা ফারজানার বাসা থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ আট মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে যান।