রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সোমবার মধ্যরাত থেকেই বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। ট্রেন বন্ধের খবর না পাওয়ায় অনেকে রেলস্টেশনে এসেছেন। অনেকে অপেক্ষা করছেন, কেউ ফিরে যাচ্ছেন।
ট্রেন বন্ধের খবর পেয়ে অনেকে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।
দীর্ঘদিন রেলের রানিং স্টাফরা মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক–সুবিধা দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আন্দোলনরত কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। ট্রেন বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলার আহ্বান জানিয়েছেন তিনি।