কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর রেল ক্রসিংয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে রেল ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত যাত্রীবাহী অটোরিকশা ক্রসিং ট্রেনের সামনে পড়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নেয়ার সময় আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
জানা গেছে, ঐ রেলক্রসিংয়ে কোন গেটম্যান নেই।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মরদেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।