যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।
বুধবার (২৮ মে) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্ত জানান তিনি।
ডিওজিতে বিশেষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই প্রযুক্তি উদ্যোক্তা। জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ১৩০ দিনের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। মেয়াদ শেষে বুধবার থেকেই শুরু হচ্ছে দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া।
সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে যুক্ত হয়ে মাস্ক এক ট্রিলিয়ন ডলার বাজেট কাঁটছাঁটের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ডিওজিই-এর ওয়েবসাইট অনুযায়ী, তার সময়কালে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার খরচ হ্রাস করা সম্ভব হয়েছে।
এক্স পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মাস্ক বলেন, “আমি বিশ্বাস করি ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, “ডিওজিই ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি যুক্তরাষ্ট্র সরকার পরিচালনায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”