ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির সামরিক শক্তি বৃদ্ধির জন্য নতুন নির্দেশ দিয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) তেহরানে এক প্রতিরক্ষা মেলা পরিদর্শনকালে তিনি নির্দেশ দেন। তিনি বলেন, আমাদের উন্নতি থামানো যাবে না। আমরা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে যে সীমা নির্ধারণ করেছিলাম, সেটি এখন অপর্যাপ্ত মনে হচ্ছে। আমাদের আরও অগ্রগতি করতে হবে।
তিনি আরও বলেন, ইরান দ্রুত সামরিক শক্তি বাড়ানোর জন্য ক্ষেপণাস্ত্র সংখ্যা বৃদ্ধি করবে এবং এ নিয়ে তার শত্রুরা ভীত।
এদিকে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি থামানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা মেরে নয় বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করে বলেন, “যদি যুক্তরাষ্ট্র আলোচনায় বিশ্বাসী হতো, তাহলে তারা এমন আগ্রাসী বক্তব্য দিত না।”
তিনি যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞারও সমালোচনা করেন। তিনি বলেন, তেহরান কোন হুমকির সামনে পিছু হটবে না।