নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত সম্ভাব্য প্রশাসনের একাধিক মন্ত্রী এবং উর্ধতন কর্মকর্তারা বোমা হামলার হুমকি পেয়েছেন।
মঙ্গলবার রাত ও বুধবার সকালে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।
বোমা হামলা ছাড়াও ভুয়া ফোনকল, পুলিশ পাঠিয়ে হয়রানি করার (সোয়াটিং) হুমকি এসেছে আসন্ন প্রশাসনের বিরুদ্ধে।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এফবিআই। পুলিশের সাথে সমন্বয় করে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছে।
হুমকি পেয়েছেন যারা:
• এলিস স্টেফানিক: জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত এই রিপাবলিকান নেত্রী জানিয়েছেন, থ্যাংকসগিভিং উদ্যাপন করতে যাওয়ার পথে তাঁকে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
• ব্রুক রোলিন্স (কৃষিমন্ত্রী), স্কট টার্নার (আবাসনমন্ত্রী), এবং লোরি শাভেজ-ডিরেমার (শ্রমমন্ত্রী): তাঁরা একই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।
• ম্যাট গেটজ: ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মনোনীত এই ব্যক্তিও হুমকির শিকার হন। বিতর্কের জেরে সম্প্রতি তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করেন।
বিশ্লেষকরা মনে করছেন এ ধরণের হুমকি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রতিবন্ধক। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।