পানামা খালে চীনা প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন আর ট্রাম্পের উদ্বেগের কারণ নেই। কারণ তাদের নিয়ন্ত্রণেই যাচ্ছে পানামা খাল।
মার্কিন বহুজাতিক বিনিয়োগ সংস্থা ব্ল্যাকরক পানামা খালের দুটি প্রধান বন্দর কিনতে সম্মত হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, হংকংভিত্তিক সিকে হাচিসন ২,২৮০ কোটি ডলারে বন্দরগুলোর ৯০ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজি হয়েছে।
এটিকে বিশ্লেষকরা আমেরিকার জন্য বড় কৌশলগত জয় হিসেবেই দেখছেন। এই নতুন চুক্তি চীনা প্রভাব কমিয়ে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করবে।