কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে ড্রোন ব্যবহার করে ১৮ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার রংগীখালী থেকে বনকর্মীসহ অপহৃতদের উদ্ধার করা হয়। বনকর্মীরা গত সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত হন।
এদিকে মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি সিএনজি অটোরিকশা থামিয়ে চালকসহ আরও ৮ জনকে অপহরণ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার অভিযানে প্রধান ভূমিকা পালন করে ড্রোন প্রযুক্তি। আমাদের মূল লক্ষ্য ছিল অপহৃতদের জীবিত উদ্ধার করা।
তিনি জানায়, ড্রোন ব্যবহারের ফলে সন্ত্রাসীরা ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা আতঙ্কিত হয়ে পড়ায় অপহৃতদের উদ্ধার করা সহজ হয়।
টেকনাফের হ্নীলা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী অভিযোগ করেছেন, পাহাড়ে বসবাসরত রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে এবং মুক্তিপণ আদায় করছে। অপহৃতদের উদ্ধার না হলে তাদের উপর নির্যাতন করা হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
বাকি অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।