টিকটকের মাধ্যমে মাদ্রাসাছাত্রীর সাথে পরিচয় গড়ে তুলেন এক যুবক। পরে ঐ ছাত্রীকেই অপহরণ করেছেন তিনি। অপহৃত ঐ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের নবাবগঞ্জ থেকে গত ১২ জানুয়ারি ঐ মাদ্রাসাছাত্রীকে অপহরণ করেন মতিউর রহমান (২৬) নামের ঐ যুবক। সেখানেই মাদ্রাসাছাত্রীর বাড়ি। তিনি স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী।
মতিউরের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার শিবপুর গ্রামে। এই এলাকা থেকেই আজ সকালে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্ত মতিউরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে টিকটকের মাধ্যমে মতিউর এবং ঐ মাদ্রাসা ছাত্রীর পরিচয় হয়। এরপর মতিউর তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১২ জানুয়ারি ঐ ছাত্রীর মাদ্রাসা যাওয়ার পথে মতিউর রহমান ও তাঁর দু-তিনজন সহযোগী ওই ছাত্রীকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
ভুক্তভোগী ছাত্রীর বাবা সাধারণ ডায়েরির পর আজ ভোরে নবাবগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে আজ সকালে ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত মতিউরকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মতিউরকে দিনাজপুর আদালতে পাঠানো হবে এবং ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে পাঠানো হবে।