ভালোবাসা দিবসে ফুল বিক্রি করার অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গতকাল একদল লোক তৌহিদি জনতা পরিচয়ে ফুলের দোকান ভাঙচুর করেন। সেই ঘটনার প্রেক্ষিতে পাশের উপজেলা গোপালপুরের ঘুড়ি উৎসব বন্ধ করে দিয়েছে আয়োজকরা।
গোপালপুর উপজেলার নলীন বাজারের পাশে আজ বিকেলে এই উৎসব আয়োজনের কথা ছিলো ।
জানা গেছে, গতকাল শুক্রবার ঘুড়ি উৎসব বন্ধে লিফলেট বিতরণ করা হয় ঐ এলাকায়। কিন্তু তারপরেও আয়োজকরা উৎসব আয়োজনের কর্মসূচি অব্যাহত রাখেন। কিন্তু ফুলের দোকানে হামলার ঘটনার পর তারা অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ঘুড়ি উৎসব বন্ধ করে দেন।
এ প্রসঙ্গে উৎসবের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা জানান, প্রতিবছর উৎসবে বিভিন্ন অঞ্চল থেকে তিন-চার শতাধিক শিক্ষার্থী, তরুণ ঘুড়ি ওড়াতে আসেন। এ উপলক্ষে সেখানে লোকজ গানের আয়োজনও করা হয়। এবার উৎসবের বিরোধিতা করে গতকাল লিফলেট বিতরণ করা হয়েছে এলাকায়। সরাসরি এসে কেউ বাধা দেননি। তবে গতকাল পাশের ভূঞাপুরে ফুলের দোকানে হামলার ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।