টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলামের বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের বের করে দিয়ে বাড়িটি দখলমুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালীবাড়ি এলাকার ওই বাসা পুলিশ ও সেনাবাহিনীর নেতৃত্বে দখলমুক্ত করা হয়।
মানসিক ভারসাম্য ব্যক্তিদের সন্তোষ বড়ইতলা এলাকার তাদের পূর্বের আবাসস্থলে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল দুপুরে ঐ বাড়িতে সাবেক বৈষম্যবিরোধী সংগঠক মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টি ঐ বাসার তালা ভেঙ্গে মানসিক ভারসম্যহীন মানুষদের ভেতরে নিয়ে যান। তিনি ঘোষণা দেন ওই বাসায় পাগলের আশ্রম করার। এই ঘটনায় ঐ এলাকায় তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা এই ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টি সমাধানে পুলিশকে আহ্বান জানান। তারা এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।